COMPILED & CIRCULATED BY
DR. NILANJANA BHATTACHARYYA
ASSOCIATE PROFESSOR, DEPT. OF BENGALI, NARAJOLE RAJ COLLEGE
Bengali (UG), Semester-VI, Paper- DSE4, মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুর
‘মুক্তধারা’ নাটককর সঙ্গীত
রূপক – সাাংককততক নাটকক সঙ্গীত একতট তবতিষ্ট ভূতমকা পালন ককর। এই ধরকনর নাটকক যে
অন্তললীন বযঞ্জনা থাকক সঙ্গীকতর মাধযকম তা সুচারু রূকপ প্রকাতিত হওয়ার অবকাি পায়।
রবীন্দ্রনাকথর রূপক – সাাংককততক নাটকক তততন ঘটনাক্রকমর অগ্রগতত বযাখ্যা করকত, পটভূতম প্রকাি করকত তকাংবা গভীরতম অনুভূততকক প্রকাি করবার জনয সঙ্গীতকক বযবহার ককরকেন।
মুক্তধারা নাটকক গান বযবহৃত হকয়কে ১৪ তট। গানগুতল মূলত বযবহৃত হকয়কে ধনঞ্জয় ববরাগীর ককে। তার বযবহৃত গাকনর সাংখ্যা ১১। একতট গান বাউকলর ককে। বভরবপন্থীকের ককে একতট গান ধ্রুবপকের মকতা বযবহৃত হকয়কে। উত্তরকূটবাসীকের ককে একতট গান বযবহৃত হকয়কে।
নাটককর সূচনা হকয়কে বভরবপন্থীকের গাকনর মাধযকম। এই নাটককর দ্বন্দ্ব কলযাকের সকঙ্গ অকলযাকের। বভরব এই নাটকক কলযাকের প্রততভূ। তততন প্রকয়াজকন অকলযােকক ধ্বাংস ককরও কলযােকক পুনঃপ্রততষ্ঠা করকবন। বভরকবর এই কলযােমূততলকক নাটযকার নাটককর যকন্দ্রস্থ িতক্ত রূকপ বযবহার ককরকেন। বভরবপন্থীকের গান এই সূকে নাটকক ধ্রুবপকের মকতা বযবহৃত হকয়কে।
আটবার এই নাটকক বভরবপন্থীকের গান বযবহৃত হকয়কে। গানগুতলকত বভরকবর বন্দনাগীত গাওয়া
হকয়কে। লক্ষ্যেীয় গানগুতল নাটককর নাটকীয় ভাবনার সকঙ্গই সামঞ্জসযপূেল ককর বযবহার করা
হকয়কে। যেমন, নাটককর সূচনার গাকন বলা হল,- ‘ জয় সাংিয়কভেন/ জয় বন্ধনকেেন/জয় সাংকটসাংহর’। আবার নাটককর সমাতিকতও বভরবপন্থীকের গান বযবহৃত হকয়কে,-‘রুদ্র
িূলপাতে/মৃতুযতসন্ধুসন্তর/িাংকর িাংকর’ ।
এরই তবপরীকত অবস্থান তবভূতত আর তার েকের প্রকয়াকগর। এই নাটকক েে মূততলমান অকলযাকের মকতাই প্রেুক্ত হকয়কে। নাটকক বভরবপন্থীকের গাকনর পকরই উত্তরকূটবাসীরা তবভূততকক সম্বধলনা
ককর েকের জয়গান ককরকে। গানতট এইরকম,-‘নকমা েে, নকমা েে, নকমা েে, নকমা েে।/
তুতম চক্রমুখ্রমতন্দ্রত, তুতম বজ্রবতিবতন্দত…ইতযাতে। এর দ্বারা নাটককর মূল দ্বন্দ্বতটও প্রকাি
যপকয়কে।
এই নাটককর আর একতট গান গীত হকয়কে বাউকলর ককে। তবজয়পাল েুবরাজ অতভতজৎকক রাজতিতবকর যেকক পাঠাকলন তাকক বন্দী করবার যগাপন অতভপ্রায় তনকয়। রাজকুমার সঞ্জয়ও তবপকের অনুমাকন তার সকঙ্গ যেকত চাইতেকলন। এর আকগ নাটকক যেখ্া যগকে যে, অতভতজৎ একতেকক রাজপতরবার যথকক মানতসকভাকব েূরবতলী হকয় পড়কেন। রাজকুমার একত মানতসক
COMPILED & CIRCULATED BY
DR. NILANJANA BHATTACHARYYA
ASSOCIATE PROFESSOR, DEPT. OF BENGALI, NARAJOLE RAJ COLLEGE
Bengali (UG), Semester-VI, Paper- DSE4, মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুর
যবেনা অনুভব করকেন। তার আতযতন্তক ইচ্ছা েুবরাজকক ভাকলাবাসার বাাঁধকন যবাঁকধ রাখ্ার। তকন্তু
বৃহত্তর সকতযর প্রততষ্ঠায় যস হওয়ার নয়। তাই নাটকক তবজয়পাল েুবরাজকক তনকয় োওয়ামােই বাউকলর গান সঞ্জয়কক যেন েুবরাকজর তবষকয় মুক্ত হওয়ার ইতঙ্গত যেয়। গানতট এই রকম,-‘
ওকতা আর তিরকব না যর, তিরকব না আর, তিরকব না যর/ ঝকড়র মুকখ্ ভাসল তরী, কূকল আর তভড়কব না যর’।
নাটককর বাতক একােিতট গান গীত হকয়কে ধনঞ্জয় ববরাগীর ককে। এই বাউল বা ববরাগী
চতরেকক রবীন্দ্রনাথ তাাঁর রূপক -সাাংককততক নাটক গুতলকত শুদ্ধ তবকবককর প্রতীককর মকতা
বযবহার ককরকেন। ধনঞ্জয় এই নাটকক অতযাচাতরকতর আত্মিতক্ত স্বরূপ। নাটককর অনযতম যকন্দ্রীয় ভাবনার বাহক। রাজার সকঙ্গ তিবতরাইবাসীর দ্বন্দ্বের যস ই তিবতরাইবাসীকক যনতৃত্ব তেকয়কে।
তার অস্ত্র তার তনভলীকতা। তিবতরাইবাসীকক যস এই মকেই েীক্ষ্া তেকত চায়। আবার, রাজার তবরুকদ্ধও তার এই অস্ত্র। মানুষকক জাগাকব যস এই তার পে। নাটকক তার ককে প্রথম গাকন তার এই অতভপ্রাকয়র ইতঙ্গত পাওয়া োয়। গানতট এই রকম,-‘ আতম মাকরর সাগর পাতড় যেব/
তবষম ঝকড়র বাকয়/ আমার ভয় ভাঙা এই নাকয়।/ মাভভঃ বােীর ভরসা তনকয়/ যোঁড়া পাকল বুক
িুতলকয়…’ ধনঞ্জকয়র জীবনেিলন তার এই প্রথম গাকনর সূে ধকরই পাঠক / েিলককর কাকে স্পষ্ট হকয় োয়।
তার ককে তদ্বতীয় যে গানতট যিানা োয় তা হল,- আকরা আকরা প্রভু আকরা আকরা/ এমতন ককরই মাকরা মাকরা।/ লুতককয় থাতক আতম পাতলকয় যবড়াই,/ ভকয় ভকয় যকবল যতামা এড়াই/ ো তকেু
আকে সব কাকড়া কাকড়া’…। তিবতরাইকয়র মানুষকের আত্মবলহীনতা ও ধনঞ্জকয়র উপর তাকের আতযতন্তক তনভলরতার যপ্রতক্ষ্কত ধনঞ্জয় তাকের এই আত্মিতক্ত উকদ্বাধকনর গানতট যগকয় শুতনকয়কে।
তৃতীয় গান,-‘ ভুকল োই যথকক যথকক / যতামার আসন পকর বসাকত চাও / নাম আমাকের যহাঁকক যহাঁকক’। এখ্াকন ধনঞ্জয় তিবতরাইকয়র প্রজাকের যবাঝাকত যচকয়কে রাজত্ব একা রাজার নয়।
প্রজারাও একইভাকব রাজকত্বর অাংিীোর। যে রাজা যসকথা মাকনন না, রাজা – প্রজায় এত অতধকার যভে ককরন, অনযায় ভাকব প্রজাকের স্বাভাতবক অতধকার খ্বল ককরন তততন প্রকৃতপকক্ষ্
তবশ্বতবধাতার তবধানককই লঙ্ঘন ককরন। তবশ্বতবধাতা তেতন তততন তকন্তু সব মানুকষর মনুষযত্বকক সমান অকথল প্রেুক্ত যেখ্কত চান। ধনঞ্জয় গকেিকক লক্ষ্য ককর তার এই গাকন যসই কথাই যবাঝাকত যচকয়কে।
COMPILED & CIRCULATED BY
DR. NILANJANA BHATTACHARYYA
ASSOCIATE PROFESSOR, DEPT. OF BENGALI, NARAJOLE RAJ COLLEGE
Bengali (UG), Semester-VI, Paper- DSE4, মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুর
চতুথল গান,- আমাকক যে বাাঁধকব ধকর এই হকব োর সাধন, যস তক অমতন হকব? এই গাকন ধনঞ্জয় রাজার িাসকনর ভয়কক জয় করবার কথা যিানাকচ্ছন। বকলর দ্বারা জয় যসখ্াকন আসকব না।
বরাং রাজা যপ্রকমর দ্বারা তনকজর হৃেয়কক েতে রাতঙকয় তুলকত পাকরন তকবই তাকত তবশ্বভুবন তাাঁর বি হকব। প্রীততর বল বাহুবকলর তুলনায় অকনক িতক্তিালী,-‘ যক আমাকর ভরসা ককর আনকত আপন বকি?/ যস তক অমতন হকব?/আপনাকক যস করুক না বি, মজুক যপ্রকমর রকস - / যস তক অমতন হকব?’
ধনঞ্জকয়র পঞ্চম গান ,-‘ আমায় পাড়ায় পাড়ায় যখ্তপকয় যবড়ায় যকান্ খ্যাপা যস!’। এই গান ধনঞ্জয় যগকয়কে রাজার সামকন। রাজা েখ্ন ধনঞ্জয়কক প্রশ্ন ককরন যে ধনঞ্জয় প্রজাকের খ্াজনা
না যেওয়ার জনয যখ্তপকয়কে তকনা, তার উত্তকর ধনঞ্জয় এই গান ককর। ধনঞ্জকয়র এই গাকন বৃহত্তর জগকতর বযাতির প্রতত ইতঙ্গত আকে। রাজার সাংকীেল তচন্তার ঊকধ্বল ধনঞ্জয় তার বযাতির ভাবনাকক স্থাপন ককরকে,-‘ ওকর, আকাি জুকড় যমাহন সুকর/ কী যে বাজায় যকান্
বাতাকস।/….পাগকলর যকমন যখ্লা!/ যেকক যস আকুল ককর যেয় না ধরা/ …যকাঁকে মতর যকান্
হুতাকি’।
ষষ্ঠ গান রাজার হুকুম জাতরর তবরুকদ্ধ। রাজার িাসকনর ঊকধ্বল যে তবশ্বতবধাতার িাসন যসই কথা
রাজাকক স্মরে কতরকয় তেকয়কে ধনঞ্জয় - ‘ রইল বকল রাখ্ল কাকর?/ হুকুম যতামার িলকব ককব?/টানাটাতন তটাঁককব না ভাই/ রবার যেটা যসটাই রকব’। রাজার বাহুবল, োকক রাজা মকন করকেন অকজয়, তা যে তনতান্তই অতকতঞ্চৎকর, ধনঞ্জয় যসই কথাই বলকত যচকয়কে। ধনঞ্জয় রাজাকক সকচতন ককর তেকয়কেন এই বকল যে, রাজা যেটা না চান, এই জগকত তাও ঘটকব,-‘
ভাবে হকব তুতম ো চাও,/ জগৎটাকক তুতমই নাচাও,/যেখ্কব হঠাৎ নয়ন যমকল/ হয় না যেটা
যসটাও হকব’।
সিম গান ,-‘ যতার তিকল আমায় তবকল করকব না’। রাজা েখ্ন ববরাগীকক বন্দী ককর রাখ্ার প্রস্তাব যেন, তখ্ন রাজার িাতস্ত যে ধনঞ্জয়কক তার আেিল যথকক তবচুযত করকত পারকব না, এই গাকন ববরাগী তারই ইতঙ্গত তেকয়কে। ধনঞ্জয় যে জগকত বাস ককর, রাজার প্রহরীর িাসন নাগাল পাকব না। ধনঞ্জকয়র িতক্ত, যপ্ররো তার অন্তকর, বাতহযক িতক্তর প্রততকূলতা তাকক েুবলল করকত পারকব না,-‘ তাাঁর আপন হাকতর োড় - তচতঠ যসই যে/ আমার মকনর তভতকর রকয়কে এই যে -/
যতাকের ধরা আমায় ধরকব না’।
COMPILED & CIRCULATED BY
DR. NILANJANA BHATTACHARYYA
ASSOCIATE PROFESSOR, DEPT. OF BENGALI, NARAJOLE RAJ COLLEGE
Bengali (UG), Semester-VI, Paper- DSE4, মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুর
অষ্টম গান,-‘ আগুন আমার ভাই/ আতম যতামাতর গান গাই’। বন্দীিালায় আগুন লাতগকয় খ্ুড়া
মহারাজ তবশ্বতজৎ, অতভতজৎ আর ধনঞ্জয়কক বন্দীিালা যথকক বার ককর একনকেন। অতভতজৎ মুক্তধারার িৃঙ্খল যমাচকনর জনয বদ্ধ পতরকর। তাই যস খ্ুড়া মহারাকজর তনতিন্ত আশ্রকয় না
যথকক, েুগলকমর পকথ যবতরকয় পড়কত চায়। এই যপ্রতক্ষ্কত ধনঞ্জকয়র মকন হকয়কে এই আগুকনই হয়ত োই হকয় োকব এততেকনর উত্তরকূকটর জমা পাপ। অতভতজৎ তনকজ জ্বকল, আত্মোকনর মাধযকম উত্তরকূটকক শুদ্ধ করকব। এই ইতঙ্গত যমকল তার গাকন,-‘ সকল োহ তমটকব োকহ -/ ঘুচকব সব বালাই’ – কথায় যসই বাতলাই যমকল।
নবম গান,-‘ শুধু তক তার যবাঁকধই যতার কাজ িুরাকব’। উত্তরকূকটর নাগতরককরা অতভতজতকক িাতস্ত যেওয়ার অতভপ্রাকয় খ্ুাঁজকে। তকন্তু অতভতজৎ একের অকনক ঊকধ্বল, ধনঞ্জকয়র গাকন তার ইতঙ্গত আকে। অতভতজৎ যে তাকের িাসনকক পরাভূত ককর তেকত চকলকে তার ইতঙ্গত পাওয়া যগল গাকনর কথায়,-‘ তাহকল হার হল যে হার হল/ শুধু বাাঁধাবাাঁতধই সার হল’।
েিম গান,-‘ যিকল রাখ্কলই তক পকড় রকব ও অকবাধ?’। এই গাকনও নাটককর পতরেততর ইতঙ্গত আকে। যে যবেনা আজ অতভতজকতর অন্তরকক বযতথত ককরকে, তবশ্বপ্রকৃতত অতভতজকতর যস যবেনাকক যধৌত ককর যেকব। অনন্ত তনতখ্কল অতভতজকতর আকুলতা বযাি হকয় আকে, যে
আকুলতাকক প্রকৃততই স্বতস্ত যেকব। এই গাকনর,-‘ োকর কতর যহলা সবাই তমতল/আের যে তার বাতড়কয় তেতল’ অাংকির সকঙ্গ নাটককর যিকষ সঞ্জকয়র বেলনা ,-‘ মুক্তধারা তাাঁর যসই আহত যেহকক মাকয়র মকতা যকাকল তুকল তনকয় চকল যগল’ সমভূতমকত একস তমকল োয়।
একােি তম গান বাাঁধ ভাঙার বেলনা,-‘ বাকজ যর বাকজ েমরু বাকজ’। বন্ধনমুক্ত মুক্তধারার যরাকত এখ্াকন বভরকবর কলযােিতক্ত পুনজলাগ্রত হওয়ার ইতঙ্গত তমলকব।
এইভাকব ‘মুক্তধারা’ নাটককর গানগুতল নাতটযক প্রকয়াজন তসদ্ধ ককর, নাটযকাকরর অতভপ্রায়কক বিতিক পূেলতা তেকত যপকরকে।